ঘরে বসেই অনলাইনে ইনকাম করুন খুব সহজে
অনলাইনে ইনকাম শুরু করুন আজই
ইতিপূর্বে আমি দুটি পর্ব প্রকাশ করেছি যার প্রথম টিকে কি কাজ করবো, কিভাবে করব তা বলেছিলাম আর দ্বিতীয় টিকে একটি seoclers account তৈরি করেছি। এই পর্বে আমরা একাউন্ট খুটি নাটি শেষ করে দেবো। আগের দুই পর্ব না দেখে থাকলে দেখে নিন।প্রথম পর্বঃ
দ্বিতীয় পর্বঃ
অনলাইনে সহজ আয়ের তৃতীয় পর্ব শুরু করছিঃ
গত পর্বে আমরা seoclerks a account create করেছি।একাউন্ট খোলার পরে আপনার ইমেইল ভেরিফিকেশনের জন্য আপনার ইমেইলে ম্যাসেজ যেতেও পারে আবার নাও যেতে পারে। যদি ম্যাসেজ পান তবে ম্যাসেজের লিঙ্কে ক্লিক ভেরিফাই করে নিবেন।
আমরা এই পর্বে আমাদের প্রোফাইলে ৩ টা জিনিস পরিবর্তন করেছি।
1. Profile photo: আপনি প্রফাইল ফটো হিসেবে যেকোনো কিছু দিতে পারেন। আপনার যদি কোর্ট টাই পরা কোনো ছবি থাকে তবে সেটা দিতে পারেন। দেখে কেমন একটা ফ্রিল্যান্সার মনে হবে। তবে অগোছালো ছবি দিবেন না। আপনার প্রোফাইল পিকচার হিসেবে গাছ,লতা-পাতা, পশু পাখিও দিতে পারেন। যায় দিন ছবি টা সুন্দর হতে হবে। যাতে প্রোফাইল ফটো দেখেও আন্দাজ করা যায় আপনি একজন ভদ্র,সৎ মানুষ।
2. Additional info: এখানে আপনি আপনার সম্পর্কে লিখবেন। আপনি কি কি কাজে দক্ষ, কতো দিন থেকে অনলাইনে কাজ করছেন, আপনার ব্যক্তিগত কোনো অর্জন আছে কি না তার একট বর্ণনা দিবেন।
. আপাতত ফাকা রাখতে পারেন ,যেতেহু এখোনো কাজ শেখা হয় নি।
3. Verify phone number: আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমের নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন। address verify, identity verify এগুলো না করলেও কোনো সমস্যা নায়। আপনার নাম্বার ভেরিফাইড হলেই সকল সুবিধা ভোগ করতে পারবেন।
এজন্য হোমপেজের বাম দিকে ( 𝌆)
এইরকম একটা চিহ্ন পাবেন সেখানে ক্লিক করুন। এর পরে আপনার ইউজার নামের উপর ক্লিক করুন।
next যা করবেন click profile photo → click setting icon (⎈) →click profile photo(change profile photo) →profile→something about you( write something about you).
কেউ যদি এই শর্টকাট দেখেই পারেন তবে তো ভালই। আর যদি প্রবলেম হয় তবে ক্রিনশট গুলো দেখুন পেরে যাবেন।
![]() |
start |
![]() |
click you username |
![]() |
click setting icon |
![]() |
change profile photo |
![]() |
click profile |
![]() |
click security |
![]() | |||||||||
verify phone number |
আমরা ইনকামের পথে আরো এক ধাপ এগিয়ে গেলাম। বিশ্বাস করে আমার সাথে চলুন। আপনার জন্য সারপ্রাইজ তৈরি আছে।
No comments