About Me
আমি আব্দুল বাশির। আমি ২০১৮-১৯
সেসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে
পদার্থবিজ্ঞান বিভাগে ভর্ত হয়েছি। ইচ্ছা ছিলো পদার্থবিজ্ঞান নিয়ে পড়ার পরছি। যদিও সপ্নটা
অন্য ভার্সিটি ছিলো। সপ্ন সব সময় সফল হয় না। যাই হোক আমি প্রথম অনলাইনে ইনকাম করেছিলাম
২০১৭ সালে। এর পরে কিছু দিন বন্ধ রেখেছিলাম এখন আবার শুরু করেছি।
ব্লগিং আসলে আমি পেশা হিসেবে
নিই নি। এই ব্লগ খোলার মূল কারন টা হচ্ছে আপনাদের কাজ শেখানো। আমি আসলে সবার মাঝে এই
ব্লগ ছরিয়ে দিতে পারব না। সেটা ছরিয়ে দেবার দায়িত্ব আপনার।
আমি যা জানি তা অন্যকে শেখাতে
পছন্দ করি। আর চেস্টা করি এমনভাবে সেখাতে যেনো আমি যা জানি তার সবটুকুই সেখাতে পারি।
আমাকে বিশ্বাস করে আমার সাথে
পথ চলা শুরু করুন। আপনার প্রথম আয়ের দায়িত্বটা আমি নিলাম।
সবাই ভালো থাকবেন আর আমার জন্য
দোয়া করবেন।
![]() |
Abdul Basir-earnwithseoclerks |